বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
নেত্রকোনা জেলাপ্রতিনিধিঃমহিউদ্দিন তালুকদার
নেত্রকোণা সদর উপজেলাধীন ১০ টি ইউনিয়ন পরিষদসমূহের ১২০ জন সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য (পুরুষ) নবনির্বাচিত মেম্বারগণ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের হল রুমে।
এ শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।
প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান তফসির উদ্দিন খানসহ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, ইনচার্জ খন্দকার শাকের আহমেদ ছাড়াও ১০ ইউপি নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
শপথবাক্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদর মডেল থানার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ
বক্তারা বলেন, নব নির্বাচিত মেম্বারগণ জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। এছাড়া বাল্যবিবাহ, মাদক মুক্ত, অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করায় সবাইকে আহবান জানান এবং সহযোগিতা কামনা করেন ।
বক্তব্যের শেষে নির্বাচিত মেম্বারদের নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার শপথবাক্য পাঠ করান এবং প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল ইউনিয়ন মেম্বারদের কে শুভেচ্ছা জানান ও মিষ্টি মূখ করান ।
Leave a Reply