রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ের ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমিতে ২০২১ সালের বাৎসরিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে বার্ষিক মূল্যায়নের ফলাফল, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ইংরেজী বক্তৃতা ও অভিভাবকদের কৃইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত ২৬ ডিসেম্বর স্কুল মাঠে অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা। বিশেষ অতিথির
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ইতিআরা পারভিন, কালাই থানার ওসি সেলিম মালিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাজমিনুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান ও হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক ফারুক ও নিশাদ। ওই স্কুলের প্রত্যক বিষয়ের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের একটি করে ষ্টার ব্যাচ প্রদান করা হয় এবং ২০২১ সালে সর্বোচ্চ প্রতিযোগতিায় বিজয়ী দশম শ্রেণীর ছাত্র মোঃ সামিউল হক সায়িমকে নয়টি সনদ, ষ্টার ব্যাচ ও মেডেল পুরষ্কার প্রদান করেন অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার।
অনুষ্ঠানে এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ
উপস্থিত ছিলেন।
Leave a Reply