মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়নে আগামীকাল সোমবার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যা”েছ। এ নির্বাচনে ওবাইদুর রহমান (চশমা) আব্দুর রাজ্জাক ঘোড়া প্রতিক, সোহেল রানা- টেলিফোন, লিপি আক্তার – রজনী গন্ধা, একরামুল হক- মটর সাইকেল প্রতিক আর ইব্রাহিম সরকার নৌকা প্রতিক। নৌকা প্রতিক ইব্রাহিম সরকারের আইনি জটিলতা থাকায় তাঁর নির্বাচনি প্রচারণার কাজে ব্যঘাত ঘটছে বলে জানা গেছে। ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদন্দীতা করছেন।
এলাকায় সরেজমিনে ঘুরে আমাদের প্রতিনিধি জানিয়েছেন যদি ভোটারেরা পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারে তাহলে এবারের নির্বাচনে মটর সাইকেল আর আনারস প্রতিকের হাড্ডা-হাড্ডি লড়াই হবে। সচেতন মহল মনে করছেন এবার আজিজুল হক ঠান্ডার আনারস প্রতিকের বিজয়ের সম্ভবনা বেশী।জয়পুরহাটের পাঁচবিবি আওলাই ইউপি নির্বাচনে আনারস মার্কা বিজয়ের মালা পরার উৎসব বেশী।
Leave a Reply