রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান কালাই বালিকা উ”চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কালাই, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডঃ আজহারুল ইসলাম (৭২) সোমবার ভোর রাতে ঢাকায় বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন- ইন্না………রাজেউন। গত ৩১ জানুয়ারি বেলা দুটায় কালাই বালিকা বিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বিকাল সাড়ে চারটায় উপজেলার ভেরেন্ডি গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবর¯’ান দাফন করা হয়েছে। জানাজা পূর্ব সমাবেশ বক্তব্য রাখেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আমিনুল ইসলাম, কালাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুনছুর রহমান- সাংবাদিক আতাউর রহমান, মাস্টার মোঃ নুর আলম, মাও ঃ শাহারুল আলম, মাওঃ মোজাফ্ফর হোসেন, হাফেজ নাজমুল হক ও ওবাইদুর রহমান সুইট। তার ইন্তেকালে কালাই উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল করিম, সাংবাদিক কল্যাণ সংগঠন, কালাই বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইহান আলী, কালাই ময়েন উদ্দিন সরকারি উ”চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উত্তরের দর্পণ পত্রিকার সাংবাদিক মাস্টার মোঃ আমির উদ্দিন, দৈনিক জয়সাগর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সামছুল আলম, ক্রাইম ইন্টারন্যাশনাল নিউজ নেটওয়ার্ক (সিআইএনএন) এর কালাই প্রতিনিধি মোঃ খায়রুল
ইসলাম, কালাই মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ পৃথকভাবে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply