সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
কী মধুর সুরেলা কন্ঠ
ভোরের ই আযান।
প্রভু প্রিয় ভাষা ফুঁকারিল
উঁচু মিনারে দাড়িয়ে মুয়াজ্জিন।
শোনাচ্ছে তোমারে আমারে
আসসালাতু খাইরুমিনান্নাওম।
কর্ম পরে ধর্ম করো প্রথম
ঘুম হতে নামাজ উত্তম।
পবিত্র ধর্মের প্রমাণ বোঝা যায়
আযানের ধ্বনিতে সূর্যোদয়।
জাগে পশু পাখি গরু ছাগল
নাক ডেকে ঘুমাচ্ছে অপবিত্রের দল।
ভাঙাচ্ছে ঘুম দোয়েল পাখি
প্রভাতে কী মধুর শীষ বাজিয়ে।
যাচ্ছে এ ঢাল থেকে ও ঢালে
নাচছে পাখি লেজ উঁচিয়ে।
গাছে গাছে হচ্ছে পাখীর কোলাহল
করছে নামাজ কায়েম মমিনের দল।
প্রভুর দ্বারে ইসলাম পবিত্র ধর্ম
অন্য সকল ধর্ম ই হবে অচল।
সমাপ্ত।
Leave a Reply