মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
নিজস্ব কলামেঃ
ইতিহাসের পাতায় ৪৭ খৃষ্টাব্দের কাহিনী
বহুকাল রাজত্ব করেছে মিশরের রাণী।
ক্লিওপেট্রা নামে দুর্ধর্ষ,চতূরকৌশলী রমণী
কৌশলে রাণীর হাতে জব্দ রাজধানী।
রাণী ছিল দুর্দান্ত সাহসী চরিত্রহীন রমণী
দীর্ঘকাল রাজ্য চালনা কৌশল কাহিনী।
আজও ইতিহাসের পাতায় আছে প্রকাশ
শত্রু দমনে অন্তরালে একা হিসাবনিকাশ।
পর্যায়ক্রমে শত্রু দমনে মল্লযুদ্ধে ব্যার্থ হলে,
শত্রু বশে আনতে গোপনে হতো সহবাস।
সেই যুগের নির্লজ্জ্য বেহায়াপনার আবাস।
এ যুগে বিশ্বজুড়ে নারীদের চরিত্রে প্রকাশ।
ধর্ম বলতে নাইরে ধর্ম আমাদের এই দেশে। মুখে বড় বুলি চড়ছে বিলাস বহুল গাড়ি।
বুক উঁচিয়ে হাঁটছো বিজ্ঞ নেতারবেশে।
লোভের বশে এখানে ওখানে দৌড়াদৌড়ি
দেশে নারী দৌরাত্ম্য ন্যারি কুকুরেরমতো
মানছেনা গুরু শাসন অবৈধ মিলনে লিপ্ত।
আমরা প্রত্যেকেই প্রত্যেক ধর্মের অনুগত
মোদের নেত্রী নয়তো ক্লিওপেট্রার মতো।
ঝোপঝাড়ে কিশোর কিশোরী ছাত্র ছাত্রী —
নির্লজ্জ নগ্নতা বিস্তার অবাধে মেলামেশা।
পবিত্র দেশে পবিত্র নীতি সকলের সমর্থন।
অবাধে মেলামেশা অবৈধ আইনের আশা
পবিত্র দায়িত্বের হাতে হাল ধরেছ শক্ত।
তাইতো দেশের জনগণ হয় তোমার ভক্ত।
তুমি-ই আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা।
মঞ্জুর করিবেন জনগণের এই কামনা।
সমাপ্ত
Leave a Reply