রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
নিজস্ব কলামেঃ
হে দয়াল তুমি রহিম রহমান
তুমি ঈশ্বর তুমি খোদা তুমি ভগবান
তুমি বিনা বান্দার নেই অন্য মহাজন।।
স্বর্গ মর্ত্ব সৃষ্টি করে তুমি তোমার রূপে করলে সৃষ্টি আদমের রূপ গঠন
তুমি প্রভু সৃষ্টির সৃষ্টি কর্তা
সকলই প্রভু তুমি করলে সৃজন।।
তুমি আদম সৃষ্টি রূপ রহস্য
তুমি হাস্য তুমি ভাস্য মৌনমোহন
স্বর্গ রাজ্যে আদম সেবায় রাখলে
তুমি হাওয়া নামে সঙ্গী একজন।।
তুমি আদি অন্ত দিগদিগন্ত
তুমি বান্দার জীবন মরণ
তুমি আমার আমি হবো তোমার
তুমি আমি শর্ত করেছি সেদিন।।
তুমি হাসি তুমি কান্না তুমি ধন্যমান্য
তুমি আহার নিদ্রা স্বপ্ন শয়ন
তুমি স্বর্গ থেকে মর্ত্বে পাঠাইয়া
তুমি করাইলে মায়ের দুগ্ধ পান।।
তুমি খেলছ খেলা করছ বাহানা
তুমি অসীম তুমি মহান মহীয়ান
তুমি মায়ের রূপ নমুনা স্বরূপ ভবে
তুমি ঘুর ফিরে বিরাজ কর আদম সন্তান
( সমাপ্ত )
Leave a Reply