বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন
লামা-আলীকদম প্রতিনিধিঃ ইসমাইল হোসেন
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ার মৃত আব্দুস ছত্তারের ছেলে বেলাল হোসেন মধু(৪২) ও তার সহযোগী মোহাম্মদ আবু সুফিয়ান শফি (৪১) পিতা-আব্দুস শুক্কুর, গ্রাম- কোরশাপাড়া, ৩নং ওয়ার্ড, হোয়ানক ইউপি, থানা মহেশখালী, জেলা কক্সবাজার কে গ্রেপ্তার করে আজিজনগর পুলিশ ক্যাম্পের চৌকস অফিসার শেখ শামীম ও তার পুলিশ সদস্য গণ।
ক্যাম্প ইনচার্জ শেখ শামীম জানান ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজ সকালে মধুর ইয়াবা ও গাজার চালান যাবে। আমরা সকাল ১১টায় মধুর বাড়িঘর তল্লাশি করে ব্যাগের ভিতরে থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ১০ হাজার টাকার গাঁজাসহ মাদক সম্রাট মধু ও তার সহযোগীকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে তাদেরকে লামা থানায় সোর্পদ করি।
লামা থানার অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান,আমরা মাদক সম্রাট মধুকে ধরার চেষ্টা করে আসছিলাম, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে সব সময় কৌশলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।
আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কোং বলেন- দীর্ঘদিন ধরে মধু এই মাদক ব্যবসা করে আসছে। এলাকার যুব সমাজকে ধ্বংস করে ফেলছে সে। তার এ ব্যবসা যেন কেহ থামাতে পারছে না।
Leave a Reply