সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
এক মায়ের একশত তেরো সন্তান
ধরাধামে মানব শাসনের সংবিধান।
মা তোমায় জপ করিতে প্রথম অক্ষর
প্রভু তোমার নামে ও প্রথম সে অক্ষর।
জপমালা মন্ত্র পড়া শুরু নাম বিধানে
নিরাকার ধারণ করে আকার জাহানে।
আপনি আপনাকে দেখে স্থীর নাহি রয়
মহাশক্তি ঘামছে অস্থিরতায় নূর চোঁয়ায়।
প্রভু শক্তি মহা সাগরের এক ফোটা নূর
প্রকাশ ধরাধামে তুৃমি তরী রূপে দোষর।
চাঁদের মতো আকৃতি রূপ অতি নিগূঢ়
বাঞ্ছনীয় আকাংকা পূর্ণে নিচে অনন্তর।
তরী চলছে চলবেই অনন্তকালএই ধরাধাম
বোঝাই ছয়হাজার ছয়শো ছেষট্টিকালাম।
চৌদ্দ ঘাটে ভিড়ায়ে তরী পাটনী তোমায়
বোঝাই তরী সামনে রুজু নত সিজদায়।
প্রভু তোমা শক্তি তরী মুণ্ড রূপে চন্দ্রবিন্দু
তিন দন্তমস্তকে তিন বিন্দু পাড়ি মহাসিন্ধু।
তোমা শক্তিবিন্দু দ্বীখন্ডে আলো অন্ধকার
দোষী নির্দোষী ত্রিবিন্দু স্বাক্ষী হবে বিচার।
ত্রিশ বীজে এক বৃক্ষমূলে অমৃত দু’টি ফলে
কেনো তুমি ইয়া- র মর্যাদা উর্ধ্বে রাখলে।
কোথা যাবো কোথা আছো প্রভু নেই জানা
কাগজের গাতায় তোমার রূপ যায়না চেনা
পাতায় খুঁজতে গেলে হবে যেতে বহু দূর
সামনে আছে মানুষ তাতেই পাই সুরাসুর।
মানুষ বিহনে প্রভুকে কখনো যায়নি চেনা
ভজলে মানুষ পাবে প্রভুর সঠিক ঠিকানা।
সমাপ্ত
Leave a Reply