বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদের নতুন কমিটি দেওয়াকে কেন্দ্র করে মসজিদের ভিতরেই ২জনের জনের উপর হামলা ও তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুকুটিয়ার ইউনিয়নের ঝুলদী জামে মসজিদে। এতে আহত হয় আইয়ুব আলী মোল্লার ছেলে সেলিম মোল্লা ও হাজী শহিদুল ইসলাম মোল্লার ছেলে মাঝারুল ইসলাম সান।
আহত সেলিম মোল্লাহ বলেন, আমি নামাজ পরতে মসজিদে এসে দেখি মসজিদের কমিটি নিয়ে আলোচনা চলছে। বাবুল মোল্লা বলছে এখন মসজিদের কমিটি ঘেষনা করা হবে তখন আমি বলি আমাদে তো কমিটির বিষয়ে আগে কিছু জানানো হয় নাই। কমিটি টা নামাজের পরে ঘোষণা করেন। তখনে বাবুল মোল্লা বলে তুই কে যে তোকে জানাতে হবে। আমি বলি আমি তো মসজিদে বেতন দেই আমাদেরকে কি জানাবেন না। সাথে সাথে বাবুল মোল্লা আমাকে কলার চেপে ধরে আর আল আমিন আমার কপালে ঘুষি দেয়। পরে আমাকে মসজিদ থেকে বের করে দেয় তারা।
আহত মঝারুল ইসলাম সান বলেন, আমি মসজিদে নামাজ পরতে এসে দেখি অনেক উত্তেজনা চলছে। সেখানে আমার বাবা শহিদুল ইসলাম মোল্লার উপর আংগুল তুলে কথা বলছে মজিবর হওলাদার ও নুরু হাওলাদার। আমি মজিবর হাওলাদারকে বল্লাম ভাই আপনি কেন আমার বাবার সাথে এই ব্যবহার করছেন। তখন তারা আমাকে ধমক দেয় ও মজিবর হাওলাদার আমার গলা চেপে ধরে। আর তার ভাই নুরু হাওলাদার আমার জামর কলার চেপে ধরে সাইডে নিয়ে যায় ও আমাকে মারধর করে। তার পর তারা আমাদেরকে মসজিদ থেকে বের করে দেয়।
বাবুল মোল্লা ও মজিবর হওলাদারের কাছে এ বিষয়ে জানতে চাইল তারা বক্তব্য দিতে রাজি হয়নি।
Leave a Reply