বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
” দক্ষ পুলিশ-সমৃদ্ধ দেশ # বঙ্গবন্ধুর বাংলাদেশ ”
মুজিব বর্ষের অংগীকার- পুলিশ হবে জনতার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভ হোক-রামপুরা থানা।
দ্রষ্টব্য : রামপুরা থানার ওসি লায়ন রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়ে কেক কাটার মধ্য দিয়ে অনেক সুন্দর একটি অনুষ্ঠানের সমাপ্তি করেন।
উপস্থিত ছিলেন-রামপুরা বনশ্রী সোসাইটির সভাপতি ও বন্দর স্টীল ইন্ডাস্ট্রির মালিক – আবুল কালাম।রামপুরা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর বীর মুক্তিযুদ্ধা লিয়াকত আলী খান।সাধারণ সম্পাদক-কামরুজ্জামান বাদল ভাই।সহ-সভাপতি ডাক্তার আনোয়ার ফরাজী ইমন ভাই ৯৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি-২২,২৩ ও ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মিতু আপা।আল-রাজী ইসলামিয়া হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার এনামুল হক পাটোয়ারী ।এলিগেন্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান লায়ন আসিকুল হক। অ্যাডভান্স হস্পিতাল লিঃ এর ডিরেক্টর সেলিম রেজা ভাই , লায়ন্স ক্লাব অব ঢাকা স্যাটেলাইট সিটি এর চার্টার প্রেসিডেন্ট- লায়ন হাসান কবির সিদ্দিকী মুন্না সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্লাব প্রেসিডেন্ট এবং ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি- মুন্না তার বক্তব্যে বলেন-
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডিএমপির সব সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের সূচনা করেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ১২৬২ জন সদস্য জীবন উৎসর্গ করেন। শুধু মহান মুক্তিযুদ্ধেই নয়, দেশের প্রয়োজনে ও বিভিন্ন সংকটে জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেননি বাংলাদেশ পুলিশের বীর সদস্যরা। স্বাধীনতা যুদ্ধে যেসকল পুলিশ সদস্যগণ শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিগত করোনাকালীন সময়ে যেসকল পুলিশ সদস্যগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করে আসছেন তাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা রইলো। ধন্যবাদ। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।
Leave a Reply