বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ দিনে এক কোটি মানুষকে টিকা দান কর্মসূচি কে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়াদত্তীর্ন চিপস বিতরণ নিয়ে রিতিমত ফেসবুকে ঝড় বইছে। রাজনীতি অঙ্গনে চলছে তোলকালাম। গত ২৬ ফেব্রুয়ারী শনিবার
ষোলঘর একেএসকে স্কুল মাঠে করোনা টিকার ১ম ডোজ সম্পন্ন করার উপলক্ষ্যে শ্রীনগর উপজেলা প্রশাসন কর্তৃক সন্ধা বেলায় কনসার্ট আয়োজন করা হয়। এতে সভাপতিত্বে করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রনব কুমার ঘোষ।
অনুষ্ঠান চলাকালীন সময় ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার লোকজন আগত দর্শকদের মাঝে দুবাই থেকে আমদানি কৃত ডরিডোস নামে চিপস বিনামূল্যে বিতরণ করেন।
চিপসের প্যাকেট কোনোটির মাঝে মেয়াদ ছিলনা। চিপস প্যাকেট হাতে নিয়ে দেখা যায়, ৩ মাস পূর্বেই চিপস গুলো মেয়াদ শেষ হয়েছে। তবে এই চিপস খেয়ে অনেকে আতঙ্কে আছে। একজন দায়িত্বশীল প্রতিনিধি কি ভাবে মেয়াদত্তীর্ন চিপস সাধারণ লোক জনের মাঝে বিতরণ করতে পারেন, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনীতি অঙ্গনে তোমল ঝড় বইছে।
এ ব্যপারে চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, কে বা কাহারা চিপস বিতরণ করেছে, আমি জানিনা।
Leave a Reply