বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
মিতুল আহমেদ
ঢাকার ধামরাই-উপজেলার দ্বিমুখা গ্রামের দক্ষিণপাড়ার মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার থানার সিমানা চকে! ধান কাটতে আসা এক শ্রমিক ধানকাটতে আসা অন্য এক শ্রমিককে নিষ্ঠুরভাবে জবাই করে হত্যা করছে একটি সেচ পাম্পের ভেতরে।
এ ঘটনা আজ দুপুরে ১ঃ৩০ ঘটিকায় ঘটে।
হত্যাকারী পালানোর চেষ্টা করলে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে সোপর্দ করে দেন। এলাকার গ্রামবাসী ঘাতক কে ধরার পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যেহেতু তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর, বাঘুটিয়া ইউনিয়নে ওই এলাকায় অবস্থিত তাদের নিজেদের পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ে কথা হলে পরবর্তীতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে ঘাতক ধারালো ধান কাটার কাস্তে দিয়ে নিহত ব্যক্তির গলায় আঘাত করে এবং ঘটনা স্থলেই আহত ব্যক্তি নিহত হয়।
প্রতিদিনের মতো ধান কাটার জন্য উল্লেখিত স্থানে আসে ধান কাটতে পারিশ্রমিকের বিনিময়ে। ধানকাটার এক পর্যায়ে জমি সংক্রান্ত কথার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ঘাতক ও নিহত দুজনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর থানার
বাঘুটিয়া ইউনিয়নে এবং সম্পর্কে তারা উভয়েই উভয়ের চাচাতো ভাই।
Leave a Reply