বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ-
ঘড়ির কাঁটা ৯টা ২৭ পেরিয়ে গেলেও পূর্ব আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দেরিতে আসেন। স্কুলের সামনে সড়ক হুটোপাটি করছিল পড়ুয়ারা। সময় সাড়ে ৯টা ২৭ মি. প্রধান শিক্ষক জয়নব দুলালী এখনো উপস্থিত হতে পারেন নাই।
তাকে ফোন দেয়া হলো, তিনি বলেন আমি আটপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে খেলা এখানে আছি। যাওয়া হলো মাঠে, সেখানে গিয়েও পাওয়া গেলোনা তাকে। শিক্ষকদের নিয়মিত দেরি করে আসার অভিযোগে পূর্ব আটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের।
প্রধান শিক্ষকের আচরণ খুব খারাপ থাকায়, স্কুলে নিয়মিত ক্লাস না হওয়ায় পড়ুয়াদের বিপাকে পড়তে হচ্ছে। বারবার দাবি জানালেও শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না বলে অভিযোগ।
প্রধান শিক্ষক জয়নব দুলালী দাবি করেন, ‘‘স্কুলে নিয়মিত দেরি করে আসি এ অভিযোগ ঠিক নয়।
আটপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন বলেন, তাদের কে বহুবার বলা হয়েছে। তারা কারো কথা শুনেনা। আপনারা শিক্ষা অফিসার কে জানাতে পারেন।
আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান কে অবগত করা হলে, তিনি বলেন, আমি বিষয় টি দেখবাল করবো। যাতে ছাত্র/ছাত্রীদের পড়াশোনা ক্ষতি না হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন বলেন, ‘‘শিক্ষকেরা দেরি করে স্কুলে আসবেন, এটা মেনে নেওয়া যায় না। এলাকাবাসীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে।’’
Leave a Reply