মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
রমজান হোসেন আনাজ
সবুজই প্রাণের স্পন্দন। বেঁচে থাকার মূলমন্ত্র। সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। প্রকৃতি মানুষকে শেখায়। চলতে-ফিরতে- বেঁচে থাকতে। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের।
ঢাকার সবুজের প্রানকেন্দ্র রমনা পার্কে “রঙরুপ চিত্রপট” আয়োজিত দিনব্যাপী জলরং কর্মশালাতে দেশ বরেন্য ও উদীয়মান ৩০ জন চিত্র শিল্পীদের উপস্থিতিতে জলরং কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি ১৭ই জুন, শুক্রবার, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্থায়ী হয়।
কর্মশালার প্রধান আয়োজক হিসেবে ছিলেন চিত্র শিল্পী অরিন আহমেদ এবং শিল্পী মনিরুজ্জামান সেলিম।
সাপ্তাহিক জনজীবন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ রমজান হোসেন আনাজকে আয়োজক অরিন আহমেদ বলেন আমরা প্রকৃতির শিল্পী, প্রকৃতির মাঝেই আমাদের প্রান খুজে পাই। আমার প্রতিটি চিত্রকর্মের মাঝে প্রকৃতিকে জীবন্ত করে ফুটিয়ে তুলতে চেষ্টা করি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী কাওসার হোসেন, শিল্পী মাহাবুব মুর্শিদ, শিল্পী জাহিদ রবিন, শিল্পী সাগর জাহিদ, শিল্পী নাজমুল রাহাত।
অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে ছিলেন রাতুল বর্মন, পলি,সোনিয়া,শাওন, হাসনাত,রেজওয়ান, মাশিয়াত, ইব্রাহিম সাফি, ঋতু, আব্দুর রহমান,তাপস, প্রীতম, বৃষ্টি, বিজয়া বর্মন, এলিনা চাকমা, জাহিদ,সেলিম এবং শিল্পী অরিন আহমেদ।
অংশগ্রহণকারী সকল চিত্রশিল্পীকে অতিথি শিল্পীদের কাছ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেয়া হয়।
Leave a Reply