বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা সাতগাঁও দাড়িপাড়া খালে অবৈধভাবে তৈরি বাঁধ ও ভেসাল উচ্ছেদে অভিযান করা হয়েছে। ৩০ জুন বৃহস্পতিবার শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক এ অভিযান পরিচালনা করেন।
শ্রীনগর উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে সড়ক ও জনপথের খাল, হাঁসাড়া ও আটপাড়াসহ উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অবৈধভাবে বাঁশের বাঁধ তৈরি ও বিভিন্ন জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল। স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে অভিযান করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক বলেন, চলতি বর্ষা মৌসুমে খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে একশ্রেণির মৎস্য শিকারিরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছে। এ কাজে জড়িত অনেকেই জেল জরিমানা করা হয়েছে। মাছ শিকারের অবৈধ উপকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply