বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের এক মাত্র সরকারী পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা কেন্দ্রটিতে শৌচাগার বিড়ম্বনায় ভেস্তে যাচ্ছে স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম। দীর্ঘ বছর ধরে স্বাস্থ্য কেন্দ্রটিতে বাড়ৈখালী, খাহ্রা, মদনখালি, শ্রীধরপুর ছাড়াও নবাবগন্জ ও সিরাজদিখান এলাকার অসংখ্য লোক এখানে চিকিৎসা গ্রহন করতে আসছেন। বিশেষ করে কল্যান কেন্দ্রটি মা ও শিশু চিকিৎসার জন্য সুপরিচিত হওয়ায় দৈনিক অসংখ্য নারী, শিশু বয়স্করা চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসা সেবা নিতে আসলেও প্রকৃতির জন্য জরুরী ভিত্তিক শৌচাগার না থাকায় বিড়ম্বনায় পড়ছেন সেবা গ্রহীতাগণ। এমন একটি জনমানব বিষয় কর্তৃপক্ষর নজরদারীতে না থাকায় সেবা প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে।
হাসপাতালের পাশেই জরাজীর্ণ অবস্হায় বছরের পর বছর পরে আছে খোলা শৌচাগার অন্যদিকে ভিতরে নির্মীত শৌচাগার গুলো পুরো ব্যবহার অনুয়োপযোগী হয়ে আছে। বাড়ৈখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র টিতে মান সম্মত চিকিৎসক থাকার পরও ভেস্তে যাচ্ছে স্বাস্থ্য সেবা।
এব্যপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোয়া আদনান শাকিল বলেন, বিষয় টি পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেখেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী মমতাজ বেগম এর ৯টা ৫৭মি. অফিসে গেলে তার অফিস বন্ধ পাওয়া যায়।
Leave a Reply