বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতাঃ-
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আসলামের বিরুদ্ধে একটি দুর্নীতির সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভাঙ্গা উপজেলার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের শিক্ষক-শিক্ষিকারা। রবিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ভাঙ্গা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম মোল্লার সভাপতিত্বে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন গত ৩০শে জুলাই দৈনিক সমকাল পত্রিকার প্রথম পাতায় ভাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্সি রুহুল আসলামের বিরুদ্ধে একটি দুর্নীতির সংবাদ ছাপা হয়। সংবাদের মধ্যে কয়েকজন শিক্ষকের নাম উল্লেখ্য করে তাদের বক্তব্য ছাপা হয়। মূলত যে সব শিক্ষকদের বক্তব্য ছাপা হয়েছে তাদের কাছে ঐ সংবাদ কর্মী কোন ধরনের বক্তব্য গ্রহণ করেন নাই । যার জন্য তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ব্যাপারে সকল শিক্ষক-শিক্ষিকাগণ রবিবার দুপুরে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দপ্তরে লিখিত ভাবে অবহিত করেন। সমকাল পত্রিকাটি যেসব শিক্ষকদের নাম দিয়ে সংবাদ প্রকাশ করেছেন সে সব শিক্ষকদের কাছে বক্তব্য গ্রহণ না করে সংবাদ প্রকাশ করায় এর তীব্র নিন্দা জানান তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষিকা মঞ্জু আরা রানী বলেন, সমকাল পত্রিকা আমার নামে যে বক্তব্য প্রকাশ করেছেন, তাহা আমার কাছ থেকে কোন সাংবাদিক বক্তব্য নেন নাই। অপর শিক্ষক দিলীপ কুমার বলেন, আমার বক্তব্য পত্রিকাটি প্রকাশ করেছেন অথচ আমি আদৌ কোন বক্তব্য সংবাদ কর্মীর কাছে দেয়নি। শিক্ষক সঞ্জয় কুমার বলেন, আমার বক্তব্য পত্রিকাটি কিভাবে ছাপলো আমার বোধগম্য নয়। বিষয়টি খুবই দুঃখজনক এবং আমাদের শিক্ষা অফিসার রুহুল আসলাম স্যারের নামে যে সকল বিষয়ে সংবাদ করেছেন তাহা আদৌ সত্য নয়। সম্মান নষ্ট করতেই সংবাদ পরিবেশন করেছেন আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মনির মাস্টার, ভাঙ্গা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply