মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম-বার্ষিকি পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, প্রেস ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠিানসহ সামাজিক সংগঠন পুস্পস্থবক অর্পণ করে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ক্যাপ্টেন শেখ কামলের জীবনাদর্শন নিয়ে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুল রহমান জিঠু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আদনান শাকিল, উপজেলা কৃষি কর্মকর্ত শান্তনা রানি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফি, প্রাথমিক শিক্ষা অফিসার মতিন , উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, সহ প্রমুখ।
শেখ কামালের জীবন দর্শন, ক্রীড়া সংস্কৃতি ও তাঁর জীবন বিষয়ে নুতন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য উপস্থিত সকলের প্রতি সভাপতি অনুরোধ জানান।
Leave a Reply