বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতা:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দিলেন শ্রীনগর উপজেলা বিএনপি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিতে কয়েক হাজার নেতাকর্মী নয়াপল্টনে উপস্থিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার পরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা আসা শুরু করেন। দুপুর একটা নাগাদ নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা দখলে নিয়েছে নেতাকর্মীরা। বিএনপির সমাবেশ কেন্দ্র করে বিপুরসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শ্রীনগর বিএনপি’র আহবায়ক মো: শহিদুল ইসলাম ও সদস্য সচিব হাফিজুল ইসলাম খানের নেতৃত্বে উপজেলার ১৪ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত হন।
Leave a Reply