বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়ক। আটপাড়া ইউনিয়ন কল্লিগাঁও রাস্তার সীমানা ঘেঁষে ২টি ড্রেজার দিনে, রাতে দেদারছে চলছে জেলা পরিষরে জায়গা দখল করে বালু বিক্রয় করছে। মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়ক ভেঙ্গে যাচ্ছে। বালু দ্যস্যুদের অবৈধভাবে বালু বিক্রির ফলে খাল টি বন্ধ। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুমন সিকদারের নেতৃত্বেই এই অবৈধ ড্রেজারগুলো অবৈধভাবে বালু বিক্রি করে চলছে। এ ধরনে কাজে রাস্তার ক্ষতি সরকারের প্রতি বছরই কোটি কোটি টাকার রাস্তা মেরামত করতে খরচ গোনতে হয়। এমনও দেখা মিলে এই ধরনের সিন্ডিকেটরাই রাস্তার ক্ষতি করে তাদের মাধ্যমেই মেরামতের টেন্ডার হয়ে থাকে।
গত দুই দিন ( বুধবার বৃহঃ বার ) সরোজমিন ঘুরে দেখা যায়, বেপরোয়াভাবে বালু দস্যূরা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু বিক্রিয় করছে। ফলে সড়কে ভাঙগন বৃদ্ধি পেয়েছে। শ্রীনগর উপজেলা প্রশাসনের বালুদস্যুতার বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে মাসের পর মাস অবৈধ ব্যবসার কার বন্ধ হচ্ছে না বলে একাদিক ব্যক্তির আক্ষেপ করে বলেন ।
অবৈধ ড্রেজার বিষয়ে জানতে, আটপাড়া ইউপির চেয়ারম্যান মো: ফজলুর রহমান মুঠোফোন ফোনে কলেন আমি গতকাল একটি ড্রেজার দেখেছি। তবে এই বিষয়টি আমি মনোযোগী ছিলাম না, আপনার কথার পরে মনোযোগী হতে হবে। সরকারী অনুসতি না নিয়ে এধরনের কাজ করা ঠিক না ।
অবৈধ ড্রেজার বিয়ষ সুমন সিকদারের কাছে জানতে চাইলে, তিনি বলেন আমি এবিষয় পরে কথা বলবো আপনা সাথে। এর পর ফোনটি কেটে দেয়।
এ বিষয় শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোন আলাপে বলেন বিষয়টি দেখবো , প্রয়োজনিয় ব্যবস্থা নিবো ।
Leave a Reply