মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
বরগুনা সংবাদদাতাঃ
জাতীয় শোক দিবসে বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হয় শতাধিক। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেখান থেকে ফেরার পথে শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা করে। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হয় শতাধিক নেতা-কর্মী।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান বলেন, শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলেও জানান তিনি।
Leave a Reply