মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বিদেশি শক্তির চক্রান্ত এবং এদেশের কিছু ক্ষমতা লোভী সেনা সদস্যের হাতে বাঙালি জাতির মহান নায়ক, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারে তার ২ কন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া বাকিদের নির্মমভাবে হত্যা করে বাঙালি জাতিকে কলুষিত করেন খন্দকার মোস্তাক জিয়া গং রা।
আজ ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে মিরপুর থানা আওয়ামীলীগ সহ আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠন দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় ঢাকা ১৪ আসনের মাননীয় সংসদ বীরমুক্তিযোদ্ধ আগা খাঁন মিন্টু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।
আগা খাঁন মিন্টু বলেন ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের ঘাতকরা এখনও বাংলাদেশকে ধংস করতে বেপরোয়া বলে মন্তব্য করেন
তিনি।
তাছাড়া ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট এদেশে আর কোনদিন যাতে পুনারাবৃত্তি করতে না পারে সে জন্য ঢাকা ১৪ আসনের সকল নেতা কর্মিকে সর্বদা জাগ্রত থাকতে হবে বলে এও জানান।
মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে সকলকে একত্রে কাজ করে যেতে হবে বলে শ্লোগান করেন।
উক্ত উনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম হানিফ, হায়দার আলী খাঁন বহুলুল সহ আরো অনেকে।
Leave a Reply