মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
পদ্মা সেতু উত্তর থানা প্রতিনিধি:
সেতুর জাজিরা প্রান্তে রেল প্রকল্প এলাকায় গতকাল শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রেলট্র্যাক স্থাপনের কাজ উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল পদ্মা সেতুতে রেলট্র্যাক স্থাপনের কাজ উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সেতুর জাজিরা প্রান্তে রেল প্রকল্প এলাকায় শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এর উদ্বোধন হয়।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘পদ্মা সেতুর রেল সংযোগ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পের ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ শতাংশ। এ ছাড়া কাজের ফিন্যান্সিয়াল অগ্রগতি ৬৮ শতাংশ এবং ফিজিক্যাল অগ্রগতি ৭০ শতাংশ।’ তিনি জানান, এই মূল্যায়ন কনসালট্যান্ট গ্রুপের, তবে চায়না কনস্ট্রাকশন গ্রুপের মূল্যায়ন কাজের অগ্রগতি আরও অনেক বেশি। এর আগে রেলমন্ত্রী মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা সেতুর রেললাইন স্থাপনকাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে তিনি কাজের অগ্রগতি পরিদর্শনে সেতুর মাওয়া প্রান্ত থেকে গাড়িবহর নিয়ে জাজিরা প্রান্তের উদ্দেশে রওনা হন। এ সময় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের রেল অংশের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
Leave a Reply