মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
শফিক মাহমুদ
বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের দক্ষিন সাদিস গ্রামের একটি মাছের ঘের থেকে ফিরোজা নামের এক ৬০ বছরের নারীর মরদেহ উদ্বার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
এক সুত্রে জানা যায় যে,মহিলা গত তিন দিন থেকে নিখোঁজ ছিলো।
গতকাল ২৩-০৮-২২ সকাল ৯টার সমায় উল্লেখিত মাছের ঘেরের মালিক সৈয়দ মুসা মাস্টার ঘেরের পরিচালনার কাজে সেখানে যায়।এক পর্যায় ঘেরের চারিদিক নজর করতে হঠাৎ করে দেখতে পায় তার ঘেরের মধ্যে একটি মৃত লাশ পরে রয়েছে।পরবর্তীতে লাশটিকে উপরে উঠিয়ে দেখতে পায় এটা ফিরোজার লাশ।
তারপর সে চিৎকার করে উক্ত এলাকার লোকজনদের ডাকাডাকি করে এবং এক পর্যায় উল্লেখিত স্থানের অনেক লোকজন সেখানে উপস্থিত হয়।
পরে বাকেরগঞ্জ থানায় জানানো হলে কর্তব্যরত পুলিস এসে লাশটি থানায় নিয়ে যায়।
Leave a Reply