বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
মুন্সিগঞ্জ প্রতিবেদনঃ
আল ইহসান সোস্যাল ডেভেলপমেন্ট সেন্টার গ্রাম+পোঃ হাঁসাড়া, থানা শ্রীনগর, জেলা: মুন্সীগঞ্জ। নিবন্ধন নং- মু -০৩০৩, সমাজকল্যাণ মন্ত্রনালয়। অত্র প্রতিষ্ঠানটি শ্রীনগর থানাথীন, হাঁসাড়া মৌজাস্থিত সিএস ৩২৭৬ এস এ ২৬৬০ নং আর এস ১১৩৯ নং নামজারী-৫০৭২ নং খতিয়ানের সি এস ও এস এ ৩৩৭২ নং আর এস ৬০৪৫ নং দাগের বাড়ী ৫৩ শতাংশ হইতে ১১ শতাংশ দাতা :১। মোঃ বজলুর রহমান, পিতা মৃত হেলাল উদ্দিন এবং ২।মোঃ সাব্বির হোসেন নাসির, পিতাঃ মোঃ কেরামত আলী মোল্লা সর্ব সাং হাঁসাড়া হইতে ক্রয় করে রেজিষ্ট্রেশন করবে। এবং পরবর্তীতে প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজের জন্য শ্রীঘ্রই উক্ত ভূমিতে মাটি /বালি ভরাট কাজ করা হইবে।
কাজেই উক্ত সম্পত্তিতে কাহারো কোন প্রকার দাবী দাওয়া থাকিলে পত্রিকায় প্রকাশের পর আগামী ০৩/১০/২০২২ ইং তারিখ দুপুর ২.০০ ঘটিকার মধ্যে উক্ত প্রতিষ্ঠানের সহ-সভাপতির বরাবরে লিখিত অভিযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হইল।
প্রতিষ্ঠানের পক্ষে সহ-সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবার। বীর প্রতিক(অবসরপ্রাপ্ত)।
Leave a Reply