বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঝালমুড়ির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক শরীফ ঢালী নিহত। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার লস্করপুর নতুনরাস্তা বাস স্ট্যান্ডে মো. জান্নাত (২৪) একই এলাকার শরিফ ঢালী (২৩) কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত শরিফ ঢালীকে উদ্ধার করে আলমপুর হেনা আহমেদ হসপিটালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই ঘাতক জান্নাত পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদের চাতালের শ্রমিক শরিফ শেখ (৫৫) কাজের ফাঁকে ঢালীবাড়ি এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন। ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকতা মো. মহিউদ্দিনের ছেলে জান্নাত (২৪) প্রায়ই তার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে টাকা না দিয়ে চলে যেত।
শনিবার বিকালে সে ঝালমুড়ি খেয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় ঝালমুড়ি বিক্রেতা জান্নাতের কাছে টাকা চাইলে সে ঝালমুড়ি বিক্রেতা শরিফ শেখ (৫৫) কে মারধর করে। বিষয়টির অভিযোগ আসলে ইউপি সদস্য হারুন অর রশিদ লোকজন নিয়ে লস্করপুর নতুন রাস্তার স্ট্যান্ডে জান্নাতের কাছে শরিফ শেখের ঝালমুড়ির টাকা কেন দেয় না বিষয়টি জিজ্ঞাসা করতেই ইউপি সদস্য হারুন অর রশিদকে ছুরি দিয়ে আঘাত করতে আসে। এ সময় ইউপি সদস্য হারুন অর রশিদ সরে গেলে পাশে দাঁড়িয়ে থাকা দিন মজুর যুবক শরিফ ঢালী (২৩) এর বুকের উপরের দিকে ছুরিটির আঘাত লাগে। ঘটনাস্থলেই রক্তাক্ত জখম হয় শরিফ ঢালী।
স্থানীয়রা শরিফ ঢালীকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হেনা আহমেদ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরিফ ঢালী ওই এলাকার মানসিক ভারসাম্যহীন তৈয়ব ঢালীর পুত্র। সে দিন মজুর ও এলাকায় সহজ সরল হিসাবে পরিচিত।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন, হেনা আহমেদ হসপিটাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। ঘাতক পলাতক রয়েছে। গ্রেফতারে অভিযান চলছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Leave a Reply