বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে এ্যাগ্রো ফার্মের চতুর্দিকে ক্ষতির উদ্দেশ্যে ইউক্যালিপটাস গাছ রোপনের অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানীগ্রামে এমএ রহমান এ্যাগ্রো ফার্মের মালিক আব্দুর রহমান বিশ্বাস ফার্মে তিনটি পুকুরে মাছ চাষসহ ফলজ ও ঔষধী গাছ চাষ করেন। এবং মৎস অফিসের মাধ্যমে একটি প্রজেক্ট চালু আছে। ফার্মকে বিভিন্ন প্রকার গবাদি পশু এবং বাইরের বিভিন্ন ক্ষতিকর প্রাণী থেকে রক্ষা করার জন্য চতুর্দিকে বাউন্ডারী ওয়াল তুলেন। কিন্তু ফার্মের পাশের জমির মালিক দিজেন সেন, দিপেন সেন এবং জতিশ সেন বাউন্ডারীর চতুর্দিকে দেওয়াল ঘেষে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপর করে। যার ফলে গাছ বড় হওয়ার সাথে সাথে ফার্মের ওয়াল ফেটে যাবে এবং গাছের পাতা পুকুরের পানি নষ্ট করে মাছ উৎপাদনে ব্যাঘাত হবে।
এ্যাগ্রো ফার্মের মালিক আব্দুর রহমান বিশ্বাস বলেন, দেওয়ালের পাশের এসব ইউক্যালিপটাস গাছ যদি কেটে ফেলা না হয় তাহলে এই মাছ চাষের প্রজেক্ট আমার নষ্ট হবে। আমি তাদেরকে এই গাছগুলো রোপন না করার জন্য অনুরোধ করি কিন্তু তারা কোন কথা না শুনে আবার বলে যা করার আছে আপনি করেন।
বিশ্বাস আরও বলেন, এ বিষয়ে আমি গত ২১ জুলাই জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, মৎস অফিসার, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেছি, কিন্তু তারা কোন ব্যবস্থা নেয় নাই।
এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।
এ বিষয়ে জেলা মৎস কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজী বলেন, এ অভিযোগ আমাদের কাছে করলে হবে না, এটা পরিবেশ অধিদপ্তরে করতে হবে। আমাদের মৎস আইনে এখনো কোথাও এখতিয়ারভুক্ত হয়নি যে গাছ লাগানো যাবে না।
পরিবেশ অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।
Leave a Reply