মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার ( ১৪ আগষ্ট ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক ০১০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে ঢাকার পোস্তগোলা ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রাম গামী ৫টি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ১০,০০০ কেজি (২৫০ মণ ) বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার সম্মুখে জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
Leave a Reply