বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
ভোলা প্রতিনিধিঃ
‘সিত্রাং’ এর প্রভাবে ভোলার বিছিন্ন দ্বীপ চরপাতিলা হতে ১১০ জনকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করল কোস্ট গার্ড ।
পাশাপাশি আসন্ন ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় ও ক্ষয়ক্ষতি প্রশমনের লক্ষ্যে ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন বিছিন্ন দ্বীপ চরপাতিলায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায়, পানিবন্দী স্থানীয় জনগণকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করার নিমিত্তে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা এর উদ্ধারকারী দল ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা , মৎস্য বিভাগ ও স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় অদ্য ১৪০০ ঘটিকায় ইঞ্জিন চালিত বোট ও বাল্কহেড যোগে ভোলা জেলার চরফ্যাশনের চরপাতিলায় উদ্ধার অভিযানে গমন করে।
পরবর্তীতে অদ্য ১৭০০ ঘটিকায় বিসিজি আউটপোস্ট চরমানিকা কর্তৃক প্রথম ধাপে ৬০ জনকে এবং ১৮৩০ ঘটিকায় দ্বিতীয় ধাপে ৫০ জন সহ সর্বমোট ১১০ জনকে, দক্ষিণ আইচা গণসাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করে। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাব বৃদ্ধির সাথে সাথে দূর্যোগ কবলিত এলাকাসমূহে কোস্ট গার্ড এর উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।
জরুরী যোগাযোগঃ ০১৭৬৯-৪৪০৯৯৯
Leave a Reply