শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
রামগড় ( খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে সামাজিক সংগঠন পুতুল ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের “পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (১৯ নভেস্বর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিলাল দেবনাথের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামগড় সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা, পৌর সভার মেয়র মো: রফিকুল আলম কামাল, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু কাওসার, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের।
স্বাগত বক্তব্য দেন, পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আহবায়ক অব: শিক্ষা কর্মকর্তা রামেশ্বর শীল ও মূল বক্তব্য পেশ করেন পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কো চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথ। এছাড়া অভিভাবকদের পক্ষে নুরুল আনোয়ার ও শিক্ষার্থীদের পক্ষে ওমর ফারুক বক্তব্য রাখেন।
সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু অনুষ্ঠান সঞ্চালনা করেন।আলোচনা সভা শেষে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনি থেকে ১০ম শ্রেনিতে সন্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী দুই শিক্ষার্থী যথাক্রমে ওমর ফারুক ও ইসরাত জাহান ইভা ১০ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌধুরিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ৭ম, ৭ম হতে ৮ম ও ৯ম হতে ১০ম শ্রেনিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে উত্তীর্ণ ২৭ জন ছাত্রছাত্রীকে ক্রেস্ট ও পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।
পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা-২২ এ প্রথম স্থান অর্জনকারী রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হুমাইরা রশিদ আঁখি, দ্বিতীয় স্থান অর্জনকারী রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শান্ত চন্দ্র দত্ত ও তৃতীয় স্থান অর্জনকার রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাইসা ইসলামকে ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply