বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর থানা বিএনপির উদ্দের্গে জেলা বিএনপির কেন্দ্রীয় কমর্ সূচির অংশ হিসেবে গতকাল বৃহপতিবার ২৪ই নবেম্বর সকাল সাড়ে এগারো টায় মুক্তারপুর ফেঁড়িঘাট, পঞ্চসার এলাকায় লিফলেট বিতরণের কাজ করা হয় জনগণের মাঝে। একদলীয় আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে, দ্রব্যমূল্য উদ্ধগতি, নিরিহ জনতাকে কন্ঠরোধ, আর দেশে গায়েবী মামলার বিরুদ্ধে জনতাকে সোর্চ্চার হওয়ার আহবান করে।
এতে উপস্থিত থেকে মুন্সীগঞ্জ জেলা বিএনপি”র পক্ষে সদর থানা বিএনপি সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান, সাবেক পঞ্চসার ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সদস্যও সদর থানা বিএনপি নেতা মোঃ মোক্তার হোসেন, জেলা স্বোসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়াত আলী দেওয়ান , বিএনপি নেতা মোঃ রতন, মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নংওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক মোল্লা প্রমুখ। লিফলেটের বিষয় ছিলো গনতন্ত্রে মাতা” দেশনেত্রী খালেদা জিয়র নিঃশর্ত মুক্তি, চাল, ডাল, তেল সহ গ্যাস, বিদ্যুৎ, এবং কৃষকের সার সহনিত্য প্রয়জনীয় দ্রব্যমূল্য কমানোর দাবী।
এছাড়া রয়েছে নিরপেক্ষ সরকারেরীধিনে নির্বাচন, খুন,গুম বিচার ছাড়া হত্যা বন্ধের দাবী। শিক্ষা খাতের ভয়াবহ দুর্নীতিসহ স্বাস্থ্য খাতের হরিলুটের অবস্থান, সাংবাদিকসহ সাধারণ নাগরিককে গায়েবী মামলায় জড়ানো, ব্যাংক, বিমা বিদেশে টাকা পাচার, শেয়ার বাজারের মাধ্যমে হরিলুট অর্থ পাচার এবং কৃষক শ্রমিকের ন্যায্য দাবী ভোটার বিহীন সরকারের প্রতি অনান্থা গড়ে তুলার লক্ষে জনমত তৈরি।
এছাড়া রয়েছে গনতন্ত্রের রক্ষার জন্য নিরীহ জনতাকে অকাতরে হায়নার বাহিনীর গুলিতে ভোলা জেলার ছাত্রদল নেতা শহীদ নূরে আলম, ভোলা জেলার স্বেচ্ছাসেবকদলের নেতা শহীদ আব্দুর রহিম, নারায়নগঞ্জের যুবদলের নেতা শহীদ শাওন প্রধান, মুন্সীগঞ্জ জেলার যুদলের নেতা শহীদ শহিদুল ইসলাম শাওন এবং যশোর জেলার বেনাপোল থানার শহীদ আব্দুল আলিমকে হত্যার প্রতিবাদে ঐক্য গড়ে তুলার ও ন্যায় বিচারের দাবী আদায়ের লক্ষে কাজ করা ।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার সভাপতির সাথে আলাপ কালে সদর থানা বিএনপি”র সভাপতি বলেন, আমরা অসহায় মজলুমের পক্ষে রাজনীতী করছি। কোন লুটপাটে বিস্বাসীনই, যে দেশে ৬০ শতাংশ নি¤œ বৃত্তের মাঝে বসোবাস করে সেই দেশে আমার মতো নেতার প্রযোজ নাই। বর্তমান সরকার কোন জনগনের ভাগ্য উন্নয়ন নাকরে বিদেশে অর্থ পাচারে সর্বদায় লিপ্ত থাকছে। দেশের রির্জাব টাকা হরিলুটের মতো শেষকরে বিদেশে দাতা দেশের কাছে ভিক্ষার হাত তুলে। উন্নয়নের নামে লুট পাট বন্ধ না করলে এদেশের মাটিও থাকবেনা। বিদেশীদের কাছে আজ আমাদের বাংলাদেশ হাসির পাত্র। কথায় কথায় মিথ্যা গল্প করছেন বর্তমান সরকারের মুন্ত্রীরা।
মহিউদ্দিন আহম্মেদ আরো বলেন , আগামী ১০ ই ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ দলমত, নির্বি শেষে সকলকে শান্তি শৃংখলা বজায় রেখে সমাবেশ সফলতার আহবান করেন। এছাড়াও গনতন্ত্রের মাতা খালেদা জিয়াও মুন্সীগঞ্জ জেলা বিএনপি”র সভাপতি সাবেক মুন্ত্রী আব্দুল হাইয়ের রোগ মুক্তির জন্য সকল মুসলিমদের প্রতি দোয়া প্রার্থনা করেন।
Leave a Reply