সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শ্রীনগর জমি নিয়ে বিরোধ এক জমি নিয়ে দুই পক্ষের দাবি। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ড আলামিন বাজার সংলগ্ন উত্তর কামারগাঁও এলাকায়।
জানাযায়, সাবেক ১০৫ নং হালে ৫১নং কামারগাঁও মৌজার আর এস ২২২ ও নামজারী জমাভাগ ২২২/১ খতিয়ানভুক্ত ৫০ দাগের ১৮.২৫ শতাংশ বসতবাড়ীর সম্পত্তি হামেদ আলী শেখ ক্রয় সূত্রে মালিক হয়ে বসতবাড়ী উত্তোলন করে ভোগদখল করে আসছে। সাথে থাকা ৩.৫২ শতাংশ সম্পত্তি ক্রয় সূত্রে দাবীদার মৃতঃ আব্দুর বাছের ফকিরের ছেলে দেলোয়ার হোসেন গং। দেলোয়ার গং তাদের সম্পত্তি সার্ভেয়ার দিয়ে মাপঝোপ করেন।
এব্যাপারে হামেদ আলী বলেন, ১৮.২৫ শতাংশের মালিক আমি, আমার জমির সাথে থাকা ৩.৫২ শতাংশ মালিক আলী আহম্মেদ খায়েন।
দেলোয়ারের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ক্রয় সূতে মালিক হয়েছি। আমাদের দলিল আছে। ভাগ্যকুল চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ ৪বার মিমাংসা করে দিয়ে ছিলো তিনি মানেন নাই।
এবিষয়ে ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ বলেন, এই জমি ঝামেলা আমি আরো চারবার স্থানীয় মেম্বারসহ গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে লিখিত ভাবে সমাধানের চেষ্টা করেছি। তারা না মেনে বলে আদালতে দেওয়ানী মামলা করেছে তখন আমরা চলে আশি।
Leave a Reply