রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
মোহাম্মদ জাকির লস্কর, মুন্সীগঞ্জঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে র্যাব- ১০ এর অভিযানে চোরাই মোটরসাইকেলসহ ১জন গ্রেফতার। ১৬ ডিসেম্বর র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১টি চোরাই মোটরসাইকেলসহ ১জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মাারুফ হোসাইন (২৭) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply