লামার উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জমকালো আয়োজনের মাধ্যমে দীর্ঘ চারদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিন হিসেবে সোমবার (২০ মার্চ) বিকেল ৪টায় বিদ্যালয়ের হলরুমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জাহানারা আরজু’র সভাপতিত্বে সিনিয়র শিক্ষক আহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা নির্বাহী অফিসার লামা-বান্দরবান।
উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোস্তফা জামাল, চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব নুরুল হোসাইন চৌধুরী, চেয়ারম্যান ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ, ছলিমুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য ইয়াংছা উচ্চ বিদ্যালয়। মোঃ আব্দুরহিম, ইউপি সদস্য ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ।
উদ্বোধক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার বলেন, আজকের অনুষ্ঠানে শিক্ষার্থীসহ স্কুল কর্তৃপক্ষের এমন কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে, লামা উপজেলার মধ্যে শিক্ষার্থীদের এমন পরিবেশনা আগে কোথাও দেখিনি। তিনি যেকোনো প্রয়োজনে বিদ্যালয়ের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন।
এসময় প্রধান অতিথি মোস্তফা জামাল শিক্ষার্থীদের অসামান্য কৃতিত্বে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি ভিন্নভাবে সক্ষম শিশুদের উন্নতি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি একীভূত সমাজ গঠনে সকলের সম্মিলিত সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। প্রয়াসের বহুমুখী কার্যক্রমকে আরো বেগবান করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সকলকে এগিয়ে আসার উদ্বাত্ত আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ মুফিজ উদ্দীন, সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক, স্কুল শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীগন, পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।
Leave a Reply