লামায় “কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিদ্যালয় সমাজকর্ম ব্যবস্থা প্রবর্তন” শীর্ষক পাইলটিং প্রকল্প বাস্তবায়ন বিষয়ক ‘কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন,
লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।
সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) লামা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম।
কর্মশালায় মূল প্রবন্ধ তুলে ধরেন, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ।
আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক, লামা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা সহ প্রমূখ।
কর্মশালায় প্রকল্পের উদ্ভাবনী প্রস্তাবনা দিয়ে সার্বিক আলোচনা করেন, সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ।
Leave a Reply