বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
জাকির লস্কর মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার প্রস্তাব সভা আয়োজন করেছেন শ্রীনগর উপজেলা প্রশাসন।
মুজিব শতবর্ষ উপলক্ষে শ্রীনগর উপজেলার সর্বশেষ হালনাগাদকৃত ‘ক’শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে শতভাগ পুনর্বাসনের মাধ্যমে শ্রীনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তাব উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত যৌথ সভায় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাকির হোসেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply