রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
শ্রীনগর প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের বটতলা সংলগ্ন হাইওয়ে এক্সপ্রেস সড়ক থেকে পৃর্ব দিকে যে শাখা রাস্তা গেছে সেই রাস্তায় বালু ফেলে ফসলী জমি ভরাট করছে বটতলার মফিজ নামে এক ড্রেজার ব্যবসায়ী।
৩০ জুলাই রবিবার সকাল ১০ টার দিকে সরেজমিনে গেলে স্হানীয় জনগন বলেন, ড্রেজার ব্যবসায়ী মফিজ অনেক ধরে সরকারি এই রাস্তাটিতে বালি দিয়ে বন্ধ জনচলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। এখান দিয়ে অটোরিকশা দৃরের কথা জনগণ পাঁয়ে হেঁটে যেত পারছেনা। স্হানীয় ইউপি সদস্য লিপটন কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ড্রেজার ব্যবসায়ী মফিজকে রাস্তা থেকে এই পর্যন্ত কয়েকবার বালি সরিয়ে নিয়ে বলছি কিন্তু তিনি আমার কোন কথাই শুনছে না।
তিনি আরও বলেন, এখান দিয়ে স্কুলের ছাত্র ছাত্রীসহ প্রতিদিন শত শত লোকজন যাতায়াত করে। রাস্তা বন্ধ হওয়ার কারনে কলাবাগানের ভিতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এব্যাপারে ড্রেজার ব্যবসায়ী মফিজের মোবাইল নাম্বার কল দিলে দিলে কল রিসিভ করে নাই।
Leave a Reply