মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
শরিফুল খান প্লাবন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ২ আসন (লৌহজং টংগীবাড়ি) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট সোহানা তাহামিনা।
লৌহজং টঙ্গীবাড়ি বিভিন্ন স্থানে ঘুরে জানা যায় একজন ভালো সংগঠক হিসেবে সকল স্থানেই এডভোকেট সোহানা তাহমিনার সুনাম রয়েছে।একজন ভালো নেত্রী হিসেবে যতগুলো গুণাবলী থাকা দরকার তার সব কিছুই আছে সোহানা তাহামিনার। সোহানা তাহামিনা বলেন- মেহে নতি মানুষ গুলোর পাশে যখন বসি, তাদের সাথে কথা বলি,এক সাথে খাবার খাই কিংবা প্রতিনিয়ত ক্লান্ত দুপুরে যখন তাদের দুয়ারে গিয়ে হাজির হই তখন তাদের হাসিমুখ, আপ্যায়ন ভালবাসা আমাকে মুগ্ধ করে, স্বর্গীয় শান্তি অনুভূত হয়।
সকল ধর্ম-বর্ণ -গোত্রের মানুষ আমার হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে আছে। মানুষের মাঝে ভেদাভেদ নয়। এরা কেউ আমার মা, কেউ আমার বোন , কেউ আমার সন্তান তুল্য। আমি এঁদের মাঝেই নিজেকে খুঁজে পাই। এঁদের ভালবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। পরিশ্রমী মানুষ গুলোর চাওয়া পাওয়া খুব সীমিত, তাদের আর্থ সামাজিক উন্নয়ন এবং যথাযথ মর্যাদা প্রদানে আমি সর্বদা বদ্ধপরিকর। সোহানা তাহামিনা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
Leave a Reply