বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলার আব্দুল্লাহর এর বাস ভবনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সিরাজদিখান উপজেলা বিএনপি কমিটির আহ্বায়ক মো: আব্দুল্লাহ এর সভাপতিত্বে সদস্য সচিব এম হায়দার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এ্যাড. আব্দুস সালাম আজাদ। উদ্বোধক মুন্সীগঞ্জ জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রতন। প্রধান বক্তা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার আহবায়ক মহিউদ্দিন আহমেদ, লৌহজং উপজেলার আহবায়ক মো: শাহজাহান খান, টঙ্গী বাড়ি উপজেলা আহবায়ক আলী আজগর রিপন মল্লিক, শহর বিএনপির আহবায়ক এ কে এম ইরাদাত মুন, শ্রীনগর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম মৃধা সহ সম্মেলনের সদস্য কমিটির সকল নেতাকর্মী বৃন্দ।
Leave a Reply