রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারে খাদ্য বান্ধব নায্য মূল্যের চাল বিতরনে অনিয়মের ঘটনা ঘটেছে।
১লা অক্টোবর ১২টার সময় মালেকা বেগম, পিতা আছের কারাল মাতা ফিরোজা বেগম তিনি নিজের ০৮ নং কার্ডের চাল আনতে গেলে ডিলার হোসেন আলী এবং ট্যাগ অফিসার মাইনুদ্দিন আহম্মেদ বলেন মালেকা বেগমের চাল ২৭ সেপ্টেম্বর অন্য এক মালেকা (বোবা) নিয়ে গেছেন।
ইউপি সদস্য হাফেজ মজিবুর রহমান ও নুরুজ্জামান মাদব বলেন, অসহায় মালেকা বেগমের চাল না পেয়ে ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন ইউনিয়ন পরিষদে মালেকা বেগমের সাথে দেখা হলে উনাকে সাথে নিয়ে বাঘড়া বাজারে ডিলারের দোকানে ট্যাগ অফিসার মাইনুদ্দিন আহম্মেদ এবং ডিলার হোসেন আলীর সাথে কথা হয়।
তিনি বলেন মালেকা বেগমের চাল বোবা মালেকা নিয়ে গেছেন। এই বিষয়ে বাঘড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আল নাসের তানজিলের নিকট জানতে চাইলে তিনি বলেন ডিলার হোসেন আলী বয়োজ্যেষ্ঠ তবে কারো চাল অন্যের নিকট দেওয়ার নিয়ম নেই।
এই বিষয়ে উপজেলা খাদ্য অফিসার আমিরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন এক জনের চাল অন্যজনকে দেওয়ার নিয়ম নেই। যদি কেহ অসুস্থ জনিত কারনে উপস্থিত হতে না পারেন তাহলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বারদের শনাক্ত অনুসারে দেওয়া যেতে পারে। তিনি আরো বলেন, মালেকা বেগমের(৮নং কার্ড) চাল কিভাবে অন্যজন নিলেন তিনি তাহা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
Leave a Reply