রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
মোফাজ্জল হোসেন
শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজিত গতকাল ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়াম শেখ রাসেল দিবসটি নানা আয়োজনে পালিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম।
আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ, তদন্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ, বীর মুক্তি যোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃঅফিসার ডাঃ মোঃ আবু তোহা আদনান শাকিল, এলজিইডি কর্মকর্তা মোঃ মহিফুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, সমাজ সেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, উপসহকারী প্রকৌশলী মোঃ আসিফ নেওয়াজ, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মদন গোপাল সাহা, ফরেষ্টার মোঃ সেলিম, ফায়ার স্টেশন মাষ্টার মাফুদ রিবেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, শ্যামসিদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন, শিক্ষক, অভিভাবক ছাত্র /ছাত্রী প্রমুখ। নানা আয়োজনে মধ্যে ছিল র্যালী,পুরস্কার বিতরণ ও কেককাটা।
Leave a Reply