বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
অভিযোগ কারী চান মিয়ার মামলা এফ আই আর ভূক্ত না কওে উল্টো বিষয়টি দেখবো বলে ধমকি দিয়ে তাড়িয়ে দিয়েছেন শ্রীনগর থানার ওসি এমন অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সুপার বরাবর এশটি আবেদন করেছেন চান মিয়া।
অভিযোগের আলোকে জানাযায়, ৭ অক্টোবর রাতে ৮টার সময় চান মিয়ার ঘওে প্রবেশ করে প্রবাসী চান মিয়ার ছেলে টেনে হেচড়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সন্ত্রাসী হামলা করায় অভিযোগ তুলেছেন তারা। ঘটনাটি ঘটেছে শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের উত্তর বালাশুর গ্রামে।
অপর দিকে ৮অক্টোবর শ্রীনগর থানায় অভিযোগ করতে গেলে ডিউটি অফিসার চান মিয়াকে ধমক দেয় যে তোর ছেলে প্রবাসী এক মেয়ের কাছ থেকে টাকা নিয়ে এসেছে। চান মিয়ার ছেলে থাকে ওমান চাঁদাবাজদের কথিত নারীর থাকে সৌদি আরব, দেশের বাড়ি বরিশাল। ৯ অক্টোবর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিলে ১০ অক্টোবর অভিযোগ গ্রহণ করে। অভিযোগ গ্রহণ কওে ডিউটি অফিসারকে মামলাটিএন্ট্রি করার কথা বলে কিন্তু মামলাটি অদ্য পর্যন্ত আর এন্ট্রি হয়নি।
১১ অক্টোবর থানায় গেলে মামলা না করার জন্য হুমকি প্রদান করে। ওসি সাহেব চান মিয়ার বিষয়টি মামলা ছাড়াই দেখবেন বলে জানিয়ে দেন। চাঁদাবাজ সন্ত্রাসী আশরাফ গ্রুপটি অভিযোগটি উঠিয়ে নেয়ার জন্য হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাইতেছে। এ বিষয় অতিরিক্ত পুলিশসুপার (শ্রীনগর সার্কেল) মো: তোফায়ে হোসেন সরকার বলেন, দ্রুত শ্রীনগর থানায় একটি জিডি করতে হবে। বাকী বিষয় গুলোর বিষয় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে ঘটনার দিন রাতে ওসি সাহেব সেল ফোনে বলেছেন তোরা রাত্রে আসছো কেন? দিনের বেলা আসতে পারলিনা। তাদের সাথে কথা বলার পর সটকে পড়ে আর বলে তোর কোন বাবায় আছে, ওসি তো আমাদের লোকতরে যে ধমকায় দেখলিনা তুই, তরে কোন সময় ধইরা লইয়া যামু, তরা ওসির কাছে ফোন দিছত কেন? বাদী চান মিয়া জানান ওসি সাহেবের এমন ফোনালাপ রেকর্ড করা রয়েছে।
Leave a Reply