বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে মুন্সীগঞ্জ ও লৌহজংয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৩ ডিসেম্বর মুন্সীগঞ্জ সদর ও লৌহজং উপজেলায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল লিফলেট বিতরণ করেন।
লৌহজং উপজেলার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক শাহ জাহান খান, ও সদস্য সচিব হাবিবুর রহমান অপু তত্বাবধানে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ প্রমুখ।
নেতারা বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন হলে বাংলাদেশ গভীর সঙ্কটে পড়বে। বিশ্বের কাছে বাংলাদেশ হারাবে তৈরি পোশাকসহ রফতানির বড় বাজার এবং সঙ্কট সৃষ্টি হবে অর্থনীতিতে। এতে করে বাংলাদেশ মহাবিপদের দিকে ধাবিত হবে। তাই ৭ জানুয়ারি নির্বাচন নয়, সরকারের পদত্যাগই এর সমাধান।
Leave a Reply