শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক রানা আহমেদকে স্মারক সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্প্রতিবার (১১ জানুয়ারি) সকালে বেসরকারী টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি’-এর ১১ বছর পদার্পন উপলক্ষে চ্যানেল কর্তৃপক্ষ তাদের প্রতিনিধি সম্মেলনে তাকেসহ বেশ কয়েক জন সাংবাদিককে এ সম্মাননা দেন।
তবে কাজের কর্মক্ষমতা অনুযায়ী যাচাই-বাছাই করে এ বছর ৩টি ক্যাটাগরিতে এসব সম্মাননা দেয়া হয়। গুলশানে এশিয়ান টিভির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যন আলহাজ্জ্ব মোঃ হারুন-উর-রশীদ সিআইপি।
এসময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির পরিচালক, ডিএমডি অপারেশন ও সকাল বিভাগের প্রধানসহ অনেকে। সম্মাননা গ্রহণ করে রানা আহমেদ বলেন, ‘যে কোনো স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। আরও এগিয়ে যাওয়ার প্রেরণা তৈরি করে। আমি অনুপ্রাণিত, আনন্দিত। রানা আহমেদের এ কৃতিত্ব অর্জনে কেরানীগঞ্জ প্রেসক্লাব পরিবার ও সামাজিক, রাজনৈতিক,সরকারিও বেসরকারী বিভিন্ন কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি আগামী দিনের স্বচ্চ পথচলার প্রত্যাশা ব্যাক্ত করেন।
Leave a Reply