মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন
মোফাজ্জল হোসেনঃ
“দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ “ এই শ্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে।
১ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নানা আয়োজনে যুব দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সী। যুব সংগঠনের বক্তব্য রাখেন, জসিম মোল্লা। আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা এলজিইডি কর্মকর্তা মহিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, আনসার ও বিডিপি কর্মকর্তা জহিরুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা শামীম হোসেন, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, এছাড়া আরও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম, সাদিয়া আক্তার জুমান শেখ ও প্রশিক্ষিত যুবক। ৩৪ জনের মাঝে ১৬ লাখ ৬০ হাজার টাকা যুব ঋণ চেকের মাধ্যমে বিতরণ করা হয়।
৩০ জন প্রশিক্ষিত যুবকে যাতায়াত ভাড়া বাবদ ৬ শত টাকা করে দেয়া হয় ও সনদ প্রদান করা হয়।
Leave a Reply