সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
মোফাজ্জল হোসেনঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল রোড, বটতলা ও ছনবাড়ী ২ টি স্থানে গতকাল মঙ্গলবার বেলা ২ টার দিকে মোবাইলকোর্ট পরিচালনা করে ৬ টি সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (ধারা) ১ টি সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৭ ধারা মোতাবেক ভঙ্গে ৯০ ধারায় শাস্তি (৫) টি মামলায় মোট ৫২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। এই মোবাইল পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃজুবায়ের হাবিব।
এই সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলার সহকারী কমিশন ভূমি অফিসের মোঃ নাছির, শ্রীনগর থানার এ এস আই ওবায়দুল ও সঙ্গীয় ফোর্স।আরও ছিলেন, বৈষম্য বিরোধী প্রতিনিধি জুম্মন শেখ, সাদিয়া।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট :. মোঃজুবায়পর হাবিব বলেন এই মোবাইল পরিচালনা অভিযান চলমান থাকবে।
Leave a Reply