মোফাজ্জল হোসেন ঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯নভেম্বর শনিবার বেলা ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার ভাগ্যকুল রোডে জমজম টাওয়ার সামনে এসে জড়ো হওয়ার পর বেলা ১১ টার দিকে মীর সরফত আলী সপুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রীনগর ডাকবাংলো মার্কেটের সামনে এসে শেষ হয়। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল,বর্তমান সহ-সভাপতি ডাঃ জাহিদ,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য জসিম মোল্লা,উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক আবুল কালাম কানন আরো উপস্থিত ছিলেন শ্রীনগর সরকারি কলেজ এর সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন, শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল,সাঃ সম্পাদক শফিক ভুইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শামসুল আলম নয়ন,যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাদশা,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আসাদ বাবু,জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু,নারী ও শিশু অধিকার ফোরাম এ-র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ,দপ্তর সম্পাদক রিমন হোসেন,ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন হোসেন,টিপু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এতে অংশগ্রহণ করে।
Leave a Reply