রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
মোফাজ্জল হোসেন
শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজনে গতকাল ২৭ নভেম্বর বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ২০২৪ সালের জুলাই – আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে এ সময় অংশ নেন, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জোবায়ের হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরী।
আরও অংশ নেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা মহিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯শে জুলাই উওরা হাউজ বিল্ডিং নিহত আল -আমীন খলিফার পিতা আইয়ুব আলী খলিফা, ১৯ জুলাই ঢাকা কলেজের সামনে নিহত সুবন এর পিতা নজরুল ইসলাম, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,ইমাম ও খতিব উপজেলা জামে মসজিদ মুফতি ইছহাক, সমাজ সেবা কর্মকর্তা অনিক বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিয়াম, জুমান শেখ, সাদিয়া, জুঁই, কানিজ ফাতেমা, ঋতু আক্তার, কারিশমা আক্তার, সাবিহা আক্তার, সাজান মোল্লা, মহসিন রাতুল, পেশ ইমাম শাহ জালাল।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির শ্রীনগর শাখা সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসাইন প্রমুখ।
Leave a Reply