বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অধিনস্থ সকল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ইউনিট ছাত্রদলের কমিটি গঠন করার লক্ষে সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন হয়েছে মুন্সীগঞ্জে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে জেলার সরকারি হরগঙ্গা কলেজে কর্মী সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরন কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি শ্রীনগর কলেজ, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে এই সম্মেলন হয়।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালের সঞ্চালনায় সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাহজাহান শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল মামুন ও রাকিবুল ইসলাম আকাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, হরগঙ্গা কলেজের সাবেক জিএস নজরুল ইসলাম, শহর ছাত্রদলের আহবায়ক মো. রোমান হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক তাইজুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. আশরাফুল ইসলাম অনিক সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
Leave a Reply